ঈদ খাদ্য বিতরন ২০২০

সন্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। ওয়াসাক ফাউন্ডেশন ২০০১ সাল থেকে সমাজের অতিদরিদ্র নারী ও শিশুদের জন্য কাজ করে আসছে। ওয়াসাক ফাউন্ডেশন ২টি স্কুল পরিচালনা করে আসছে। তার মধ্যে একটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত।
ওয়াসাক ফাউন্ডেশনের বিভিন্ন সমাজকল্যাণমুলক কাজের মধ্যে একটি হলো দুর্যোগকালীন সহযোগিতা।
আমরা সবাই অবগত আছি সারা পৃথিবীর সাথে বাংলাদেশে এখন করোনা ভাইরাসে (কভিড-১৯) সংক্রামিত। এই অবস্থায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে।
ওয়াসাক ফাউন্ডেশন এই দুর্যোগে তাদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ওয়াসাক ফাউন্ডেশন খাদ্য ও নগদ অর্থ (বিশেষ ক্ষেত্রে) বিতরণ করেছে।
ওয়াসাক ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা (প্রায় ২৫০জন, যাদের বয়স ১২ থেকে ১৬ বছর ) শিক্ষকদের সাথে যোগাযোগ করছে খাবারের জন্য। ওয়াসাক ফাউন্ডেশন ঈদখাদ্য হিসাবে কিছু প্যাকেট জোগাড় করেছে প্রতিটি প্যাকেটে থাকছে–
[[চাল ১৫ কেজি, ডাল ১ কেজি, সেমাই ২ প্যাকেট, গুড়া দুধ, চিনি ১ কেজি, পোলাও চাল ২ কেজি, লবণ ১ কেজি, চিড়া ১ কেজি, ডিম ২০ টি ও সাবান ১ টি]] ওয়াসাক ফাউন্ডেশনের পক্ষে ২৫০ জনের খাবারের প্যাকেট জোগাড় করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায় কোন সহৃদয়বান ব্যক্তি বা সংস্থা কি আছেন যারা আমাদের এই দরিদ্র শিক্ষার্থীদের পরিবারে খাবার দিয়ে সাহায্য করতে পারেন?

আহবানে
ওয়াসাক ফাউন্ডেশন
২৬০/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
যোগাযোগঃ ০১৭৯৭৫৫০০৪১

যাকাত ও সাদাকাহ পাঠাতে পারেনঃ

ব্যাংক- হিসাব নাম- ওয়াসাক ফাউন্ডেশন
একাউন্ট নাম্বার- ২০৫০২২৪০২০০৬৩৭১১৩
রাউটিং নাম্বারঃ ১২৫২৬২১৪৯
শাখা- আগারগাও, ঢাকা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বিকাশ নাম্বারঃ ০১৯৪১০৯৭৪৮৬ (ব্যক্তিগত)