কুরবানী কার্যক্রম-২০২১

🌱🕰🧠✒
সম্মানিত বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ওয়াসাক ফাউন্ডেশনের মাধ্যমে বিগত বছরগুলোতে কুরবানী বাস্তবায়ন ও দরিদ্রদের মাঝে গোশত বিতরণ হয়ে আসছে। করোনা মহামারীর সংকটময় সময়ে গত বছরের মত
এবছরও ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে অতি দরিদ্র ও দুর্দশাগ্রস্তদের মাঝে (যাদের ঘরে এক টুকরা গোশত পৌঁছায় না) কুরবানীর গোশত বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

আগ্রহী বোনকে অন্তত ১টি অংশ হলেও কুরবানীতে অংশগ্রহনের জন্য আহব্বান করা যাচ্ছে।

বিকাশ নম্বরঃ 01941097486 (ব্যক্তিগত) তাছলিমুন জান্নাত

১৯ জুলাই, ২০২১, সকাল ১০.০০টার মধ্যে আপনার অংশের টাকা পাঠাতে পারবেন।
প্রতি অ়ংশ ১০,০০০/-

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, “—তোমরা নিজেরা গোশত খাও, খেতে দাও অভাবী ও প্রার্থীদের—।” সুরা হাজ্জ-৩৬

মহান আল্লাহ আমাদেরকে প্রতিটি নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিন। আমিন।

আহবানে

ডাঃ সেলিনা বেগম
চেয়ারম্যান,
ওয়াসাক ফাউন্ডেশন