লক্ষ্য : মানব কল্যাণ সাধনের মাধমে দায়বদ্ধ ও জবাবদিহীমূলক আদর্শ সমাজ গঠন করা।
Aim:
The Aim of the organization is to engage in humanitarian activities, in order to develop a just and equitable society.
উদ্দেশ্য :
১. সমাজের সকল শ্রেণীর নারীদেরকে স্বীয় কর্তব্য পালন ও অধিকার আদায়ে সচেতন করা।
২. সচেতন, দায়বদ্ধ ও নানা পেশার ও শ্রেণীর নারীদের একতাবদ্ধ করা। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বীয় কর্তব্য পালনে যোগ্য করে তোলা।
৩. সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
৪. মানবিক দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ দানের মাধ্যমে নারী ও শিশুদের জনসম্পদে পরিণত করা।
৫. শারীরিক ও মানসিক সুস্থ্যতা নিশ্চিত করণে সচেতনতা বৃদ্ধি করা।
৬. সমাজের বহুমাত্রিক বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা।
Goal:
- To create the awareness among all categories of women in society about their rights and self responsibilities.
- To unite women who are socially aware and morally enriched and to enlighten them.
- To encourage these organized women to engage in activities, which are beneficial to the society at large?
- To improve the living standard of women and children who are in need of assistance, by providing them with education and vocational training.
- To develop and promote the latent talent present among the members of this organization, so that they can contribute more efficiently in building a better society.
- To provide advice and necessary assistance to members of the society who are deprived of their rights.
কাজের পরিধি ও ধরণ :
ওয়াসাক বর্তমানে ঢাকা মহানগরীর মিরপুরস্থ শেওড়াপাড়ায় কাজ করে। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের এই কর্মসূচীর আলোকে হোলিষ্টিক বা লাইভ সার্কেল এপ্রোচে কাজে করে। মূলত কমিউনিটি বেইজ ডেভেলাপমেন্ট করাই ওয়াসাকের মূল্য লক্ষ্য।
ওয়াসাকের টার্গেটঃ
-> সুবিধা বঞ্চিত শ্রেণীর আর্থ-সামাজিক উন্নয়ন।
-> সাধারণ নারীদের সামাজিক উন্নয়ন।
-> পেশাজীবি নারীদের দক্ষতার উন্নয়ন ও প্রয়োজনের ক্ষেত্রে কর্মসংস্থানে উদ্যোগ গ্রহন।
Project :
সাধারন কার্যক্রমঃ এর আওতায় ওয়াসাক ৫ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে-
১.শিক্ষা
২.সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলিং ও মোটিভেশন
৩.নৈতিক উন্নয়ন
৪.সমাজ কল্যাণ মূলক
৫.দক্ষতা বৃদ্ধি