About

লক্ষ্য : মানব কল্যাণ সাধনের মাধমে দায়বদ্ধ ও জবাবদিহীমূলক আদর্শ সমাজ গঠন করা।

Aim:

The Aim of the organization is to engage in humanitarian activities, in order to develop a just and equitable society.

উদ্দেশ্য :

১. সমাজের সকল শ্রেণীর নারীদেরকে স্বীয় কর্তব্য পালন ও অধিকার আদায়ে সচেতন করা।

২. সচেতন, দায়বদ্ধ ও নানা পেশার ও শ্রেণীর নারীদের একতাবদ্ধ করা। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বীয় কর্তব্য পালনে যোগ্য করে তোলা।

৩. সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।

৪. মানবিক দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ দানের মাধ্যমে নারী ও শিশুদের জনসম্পদে পরিণত করা।

৫. শারীরিক ও মানসিক সুস্থ্যতা নিশ্চিত করণে সচেতনতা বৃদ্ধি করা।

৬. সমাজের বহুমাত্রিক বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা।

Goal:

  1. To create the awareness among all categories of women in society about their rights and self responsibilities.
  2. To unite women who are socially aware and morally enriched and to enlighten them.
  3. To encourage these organized women to engage in activities, which are beneficial to the society at large?
  4. To improve the living standard of women and children who are in need of assistance, by providing them with education and vocational training.
  5. To develop and promote the latent talent present among the members of this organization, so that they can contribute more efficiently in building a better society.
  6. To provide advice and necessary assistance to members of the society who are deprived of their rights.

কাজের পরিধি ও ধরণ :

ওয়াসাক বর্তমানে ঢাকা মহানগরীর মিরপুরস্থ শেওড়াপাড়ায় কাজ করে। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের এই কর্মসূচীর আলোকে হোলিষ্টিক বা লাইভ সার্কেল এপ্রোচে কাজে করে। মূলত কমিউনিটি বেইজ ডেভেলাপমেন্ট করাই ওয়াসাকের মূল্য লক্ষ্য।

ওয়াসাকের টার্গেটঃ

-> সুবিধা বঞ্চিত শ্রেণীর আর্থ-সামাজিক উন্নয়ন।

-> সাধারণ নারীদের সামাজিক উন্নয়ন।

-> পেশাজীবি নারীদের দক্ষতার উন্নয়ন ও প্রয়োজনের ক্ষেত্রে কর্মসংস্থানে উদ্যোগ গ্রহন।

Project :

সাধারন কার্যক্রমঃ এর আওতায় ওয়াসাক ৫ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে-

১.শিক্ষা

২.সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলিং ও মোটিভেশন

৩.নৈতিক উন্নয়ন

৪.সমাজ কল্যাণ মূলক

৫.দক্ষতা বৃদ্ধি