নৈতিক উন্নয়নঃ
ওয়াসাকের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অন্যান্যদের চিন্তা, পোশাক ও কর্মানুশীলন ও আচরণে ধর্মীয়বোধ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত নৈতিক শিক্ষা ক্লাস করা হয়। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী ও সকল পর্যায়ের নারী ও শিশুদের জন্য আলাদাভাবে সহীহ্ কুরআন, দোয়া ও মাসলা-মাসায়াল শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং রমযানে বিশেষভাবে কুরআন সহীহ শিক্ষার ব্যবস্থা রয়েছে।
সহীহ কুরআন ক্লাসের উদ্দেশ্য :
১। নিজেদের সচেতন, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলা।
২। কুরআনের শুদ্ধ উচ্চারণ করতে শেখা, সহজ সরল গ্রামার ও অর্থের সাথে পরিচিতি করা।
৩। কুরআনের সপ্তাহিক লার্নিং ক্লাস এর মাধ্যমে নতুন নতুন শিক্ষক তৈরিকরণ।
৪। কুরআনকে বুঝে বুঝে পড়ার দক্ষতা অর্জন।
বৈশিষ্টঃ
১। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাসের আয়োজন।
২। সুনির্দিষ্ট সিলেবাস ও লেসন প্লান অনুসরন করে পাঠদান করা।
৩। সপ্তাহে ২/৩ দিন ক্লাসের ব্যবস্থা করা।
৪। শিশু ও মহিলাদের জন্য পৃথক কোর্স ও সিলেবাস অনুসরন।
৫। আল কুরআনের আলোকে বিষয় ভিত্তিক জ্ঞান কে সমৃদ্ধ করা।
৬। সহীহ কুরআন কোর্স সম্পন্ন হওয়ার পর দ্রুত তেলাওয়াত ও কুরআন মুখস্তকরন।
কোর্স সমূহ :
১)সহীহ কুরআন শিক্ষা (শিশু)
২)সহীহ কুরআন শিক্ষা (বয়স্ক)
৩)কুরআনের জ্ঞান শিক্ষা কোর্স
৪) রমজানের বিশেষ কোর্স
৫)শিক্ষক প্রশিক্ষণ কোর্স
সিলেবাসঃ
কুরআন ক্লাসের ছাত্রদের বয়স, মেধা ও যোগ্যতার আলোকে কোর্স কারিকুলাম ও সিলেবাস প্রনয়ন করা
মূল্যায়ন পদ্ধতিঃ
১। এক গ্রেড থেকে অন্য গ্রেড বা টার্মে উত্তির্ণ হওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়।
২। সাধারনত প্রত্যেক রমজানের বিশেষ কোর্স করা হয় এবং পরীক্ষা নেওয়া হয়। উৎসাহ বৃদ্ধি করার জন্য মেধাস্থানানুসারে পুরস্কারের ব্যবস্থা করা হয়।