Social Welfare

সমাজ কল্যাণ মূলকঃ সমাজ ও মানব কল্যাণের নিমিত্তে ওয়াসাকের সামাজিক কল্যাণমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন কওে যা নিম্নরুপ:

১.স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতাঃ সংস্থা কর্তৃক পরিচালিত স্কুলের ছাত্রদের নিয়মিত চেকআপ, অসুস্থ্যদের সাধারন চিকিৎসা সেবার পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা প্রদান করা হয়। গরীব ছাত্রছাত্রীদের জন্যেও সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা সংস্থার মাধ্যমে করানো ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়াও সাধারণভাবে সকলের সাথে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ সংস্থা নিয়মিত কাজ করে যাচ্ছে।

৩.ঈদ ও শীতবস্ত্র বিতরণঃ একিউসি একাডেমীর গরীব ছাত্র ও অন্যান্য দুঃস্থ শিশুদের মধ্যে ঈদ-উল-ফিতরে ঈদবস্ত্র বিতরণ ছাড়াও শীতকালে গরীব ছাত্রদের পরিবারে কম্বল বিতরণ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে তাকওয়া স্কুলের ছাত্র, অভিভাবক ছাড়াও এলাকার বিশেষ সুধীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করা হয়।

৪.দুর্যোগকালী ত্রাণ কর্মসূচীঃ দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ভূত বিপর্যয়ময় পরিস্থিতিতে সংস্থার উদ্যোগে ফান্ড সংগ্রহ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

৫.কল্যাণ তহবিলঃ সংস্থার সদস্যদের কল্যাণে এ তহবিল গঠিত। যেখানে সদস্যগণ নিয়মিত দান করে থাকেন এবং তাদের জরুরী প্রয়োজনে এ তহবিল থেকে ব্যয় করা হয়।

এ ছাড়াও সামাজিক সেবামূলক অন্যান্য কার্যক্রমের মধ্যে লাশ গোসল, বিবাহে সহযোগিতা, বিনা শর্তে ঋণদানসহ আর্থিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করা হয়।